You have reached your daily news limit

Please log in to continue


ইরানের শাসক পরিবর্তনের উদ্দেশ্য নেই ইসরায়েলের, বললেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে হামলা শুরুর সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা হুমকির। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতেই তারা শুক্রবার ভোর থেকে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি মুখ্য উদ্দেশ্য নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন। এই হামলার আড়ালে তিনি হয়তো প্রত্যাশা করছেন, এই নজিরবিহীন হামলা একধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং ইসলামি প্রজাতন্ত্রের পতন হবে।

কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, ইসরায়েল ইরানের শাসক পরিবর্তন চাচ্ছে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, খামেনি ইসরায়েলের সামরিক অভিযানের একটি সম্ভাব্য লক্ষ্য কিনা। জবাবে সা’আর বলেন, তাঁর সরকার ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য সামনে রাখছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন