You have reached your daily news limit

Please log in to continue


নাদিমের নতুন গান ‘দূরে বহু দূরে’

‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।

দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’

রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন