You have reached your daily news limit

Please log in to continue


‘ঘুষের ফ্ল্যাট’: এবার টিউলিপের ৫ ঠিকানায় তলবের চিঠি, স্থানীয় থানাতেও

‘ঘুষ’ হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক।

এবার তার ঢাকার পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানোর পাশাপাশি স্থানীয় থানাগুলোতেও চিঠি পাঠিয়ে তাকে অবহিত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার টিউলিপের ঢাকার মোহাম্মদপুর জনতা হাউজিং সোসাইটি লিমিটেড, ঢাকার ধানমন্ডির দুটি ঠিকানা ও গুলশানের দুটি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “এসব চিঠি সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে, পাশাপাশি দুদক কর্মকর্তারা সরাসরি গিয়ে সংশ্লিষ্ট ঠিকানাগুলোর প্রকাশ্য স্থানে চিঠিগুলো ঝুলিয়ে এসেছেন।”

টিউলিপের বক্তব্য জানতে চেয়ে দুদক নোটিসে বলেছে, “সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।”

তার আগে ১৪ মে টিউলিপকে ডেকেছিল দুর্নীতি দমন কমিশন-দুদক। তবে সেই তলবি চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন