You have reached your daily news limit

Please log in to continue


সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন : সারজিস

সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের প্রতিনিধিত্ব চান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ দাবি জানান তিনি।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না।  তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে। আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন