You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহীতে গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

গরমে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। লক্ষণ ছাড়া টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও বেড়েছে। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছে। গেল কয়েকদিন থেকে রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বইছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৭ ডিগ্রির বেশি। এমন পরিস্থিতিতে বেশি গরম অনুভূত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে- শনিবার (১৪ জুন) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। এছাড়া শুক্রবার (১৩ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং বৃহস্পতিবার (১২ জুন) ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 
চিকিৎসকরা বলছেন- গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া, পেট ব্যথা, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তন ও গরমের কারণে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন।  

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৯ জন রোগী। এর মধ্যে ১২ জন শিশু ও ২৫ জন বৃদ্ধ নারী ও পুরুষ রয়েছে। ডায়রিয়া, জ্বরে আক্রান্ত রোগী প্রতিনিয়ত ভর্তি হয়। তবে গরমের কারণে কিছুটা বেড়েছে। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।
 
হাসপাতালে পেট ডায়ারিয়া ও জ্বর সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন সাগর আলী। তার স্বজনরা বলেন, হঠাৎ করে শুক্রবার (১৩ জুন) গভীর রাত থেকে পেটে ব্যথা, জ্বর ছিল। রাতে চিকিৎসক দেখেছে। সকালে চিকিৎসক আবার বিভিন্ন পরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট চিকিৎসক দেখলে বোঝা যাবে কি সমস্যা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন