You have reached your daily news limit

Please log in to continue


৯ নম্বরে ১৩৬ বলে ৫৮, যেখানে অনন্য স্টার্ক

আগের দিন মিচেল স্টার্ক ৯ নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে অস্ট্রেলিয়া। সেখান থেকে দুইশ ছাড়িয়ে পরদিন দলটির ইনিংস শেষ হলো যখন, স্টার্কের নামের পাশে জ্বলজ্বল করছে ১৩৬ বলে অপরাজিত ৫৮ রান। ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় মহামূল্যবান ইনিংসটি তাকে জায়গা করে দিল ইতিহাসের পাতায়।

ক্রিকেট-তীর্থ লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য দিতে পারার মূল কারিগর স্টার্ক।

ম্যাচের তৃতীয় দিন শুক্রবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৭ রানে। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ৭৪ রানে।

১৯০ মিনিট উইকেটে থেকে ৫ চারে গড়া স্টার্কের ৫৮ রানের ইনিংসটি। সব সংস্করণ মিলিয়ে আইসিসি আসরের নকআউট ম্যাচে ৯ নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৪৩, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ নম্বরে নেমে ৬১ বলে ইনিংসটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার রোরি ক্লাইনভেল্ট।

আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন স্টার্ক। আইসিসি আসরের ফাইনালে ৯ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসও এখন তার। এতদিন রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ব্রাউনের। ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ৯ নম্বরে নেমে ৫৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেছিলেন এই কিপার-ব্যাটসম্যান। দশে নেমে ইয়ান ব্র্যাডশ করেছিলেন ৫১ বলে অপরাজিত ৩৪। নবম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে জিতে শিরোপা উল্লাস করেছিল ব্রায়ান লারার দল।

রেকর্ড ইনিংসটির পথে অষ্টম উইকেটে অ্যালেক্স কেয়ারির সঙ্গে ৮৫ বলে ৭১ ও দশম উইকেটে জশ হেইজেলউডের (৫৩ বলে ১৭) সঙ্গে ১৩৫ বলে ৫৯ রানের জুটি গড়েন স্টার্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন