
ইনস্টাগ্রামে স্টোরি গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও নিয়মিত স্টোরি হিসেবে শেয়ার করা অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এসব স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। এতে একই ধরনের ছবির একাধিক কপি তৈরি হয়, যা ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে। এই স্বয়ংক্রিয় সেভ ফিচারটি ফোনের মূল্যবান স্টোরেজও দ্রুত ভরিয়ে তোলে। তাই যাঁরা চাচ্ছেন অপ্রয়োজনীয় ফাইল জমে না উঠুক এবং গ্যালারিতে অবাঞ্ছিত ছবি বা ভিডিও সংরক্ষিত না হোক, তাঁরা চাইলে ফিচারটি সহজে বন্ধ করতে পারবেন।
স্টোরি ফোনে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্ট ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এবার স্ক্রল করে আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘সেভ স্টোরি টু গ্যালারি’ অপশনে পাশে থাকা টগল বাটনটি বন্ধ করে দিন।