ইউটিউব তাদের আধেয় বা কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে কোনো ভিডিও ইউটিউবের নিয়ম লঙ্ঘন করলেও যদি সেটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, তবে সেটি না সরানোর নির্দেশ দেওয়া হয়েছে রিভিউয়ারদের।
নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, ইউটিউব গত ডিসেম্বরে তাদের অভ্যন্তরীণ নির্দেশনায় নতুন এ নীতিমালা যুক্ত করেছে। সেখানে বলা হয়েছে, কোনো ভিডিওর অর্ধেকের বেশি অংশ যদি কমিউনিটি নির্দেশিকা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন না করে, তাহলে তা ইউটিউব থেকে সরানোর প্রয়োজন নেই। আগে এই সীমা ছিল এক-চতুর্থাংশ।