দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে মেহরিন সারা মনসুরের যে একটি ফ্ল্যাট রয়েছে, গভর্নর তা নিজেই স্বীকার করেছেন।
তবে তার দাবি, তিনি গভর্নর হওয়ার আগেই মেয়ে ওই ফ্ল্যাটের মালিক হয়েছেন। এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্যে অবস্থনরত আহসান এইচ মনসুর বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, তার বয়স ৪০, বিবাহিত। স্বামীর ব্যবসার কারণে দুবাইতে থাকে। সে নিজেই এমন একটা ফ্ল্যাট কিনতে পারে। আমার মেয়ে আমেরিকার সিটিজেন। আর ও একজন (মেয়ে) অ্যাডাল্ট। তার আর্থিক বিষয়ে আমি কেন ইনভলভ হতে যাব?”