You have reached your daily news limit

Please log in to continue


এশিয়ান কাপে খেলতে হলে কী করতে হবে বাংলাদেশকে, কীভাবে কাজ করছে বাছাইপর্ব

স্বপ্ন দেখছে বাংলাদেশ!

৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন। সেই স্বপ্নে আরও রঙিন হয়েছে এক ঝাঁক প্রবাসী ফুটবলারের আগমনে। হামজা চৌধুরীরা কি পারবেন বাংলাদেশকে ২০২৭ এশিয়ান কাপের টিকিট পাইয়ে দিতে?

তবে কাজটা সহজ নয়। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ১৯৮০ সালের পর প্রথমবার এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় জায়গা মিলবে বাংলাদেশের।

কাজটা অবশ্য অত কঠিনও নয়। তৃতীয় রাউন্ডে তো এশিয়ান পরাশক্তিরা নেই। তারা তো আগেই নিশ্চিত করে ফেলেছে সৌদি আরব অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিট। এখন যারা লড়ছে অবশিষ্ট ছয়টি জায়গার জন্য, সেই দলগুলো তো বাংলাদেশের চেয়ে শক্তিতে খুব একটা এগিয়েও নেই।

তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ বুলিয়ে বলতে পারেন, তিন গ্রুপ সঙ্গীই তো বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারত আছে ১২৭ নম্বরে, হংকং ১৫৩ নম্বরে, আজকের ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর ১৬১ নম্বরে। বাংলাদেশের অবস্থান ১৮৩–তে। তবে মনে রাখতে হবে র‍্যাঙ্কিংয়ে ১৮৫ নম্বর থাকা অবস্থাতেই মার্চে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সে সময়ে ভারত ছিল ১২৬–এ। ৫৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে ড্র করে বাংলাদেশ এগিয়েছে দুই ধাপ। অন্য দিকে ভারত পিছিয়েছে এক ধাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন