You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনা এবার লন্ডনে

বাণিজ্য বিরোধ নিরসনের লক্ষ্যে এবার লন্ডনে আলোচনায় বসছেন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ—যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় এই বাণিজ্য আলোচনা নিয়ে বিশ্বজুড়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। খবর রয়টার্সের

এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেবেন ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, কমার্স সেক্রেটারি বা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার। ‘বৈঠকটি খুব ভালো হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন ভাইস-প্রিমিয়ার বা উপপ্রধানমন্ত্রী হে লিফেং। তিনি আজ ৮ জুন রোববার থেকে ১৩ জুন শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন। তাঁর সফরকালে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং টেলিফোনে কথা বলেন। দুই নেতা পরস্পরের দেশে সফরের আগ্রহ প্রকাশ করেন। এর আগে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার আলোচনা চালিয়ে যাওয়ায় জোর দেন ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং।

গত ১২ মে জেনেভায় আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছায়। এতে উভয় দেশ একে অপরের ওপর আরোপিত শুল্ক শিথিল করতে সম্মত হয়। এই ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারে স্বস্তি ফিরে আসে। যদিও দুই দেশের মধ্যে জটিল ইস্যুগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন