
কুষ্টিয়ায় নিজ ঘরে যুবকের গুলিবিদ্ধ লাশ, পাশে ছিল পিস্তল ও চিরকুট
কুষ্টিয়া সদর উপজেলায় নিজ বসত ঘর থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান।
নিহত আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) ওই এলাকার প্রয়াত ওসমানের ছেলে। উজ্জ্বল একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন। এ ছাড়া স্থানীয় পাটিকাবাড়ি বাজারে তার একটি ফটোকপির দোকান রয়েছে।
পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের এসএসআই শামসুল হক বলেন, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে এবং পাশেই একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, তাহাজমোড় এলাকায় উজ্জ্বল নিজ জমিতে একটি টিনশেডের ঘরে একাই বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে প্রায় তিন মাস আগে তার স্ত্রী একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে উজ্জ্বল বাড়িতে একাই থাকতেন।
অন্য দিনের মত সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে যান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলিবিদ্ধ লাশ উদ্ধার