You have reached your daily news limit

Please log in to continue


দেড় বছরের মধ্যে কোভিডে প্রথম মৃত্যু

কোভিড আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে দেড় বছরের মধ্যে কোভিডে মৃত্যুর প্রথম ঘটনা এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, মৃত ওই ব্যক্তি ঢাকা মহানগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত এক দিনে ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। ২০২৩ সালে ৩৭ জন, ২০২২ সালে ১৩৬৮ জন রোগী মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন