You have reached your daily news limit

Please log in to continue


হ্যাটট্রিক হারের পর যে দুই ক্রিকেটারকে মিস করছেন সিমন্স

পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচেই পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ দল। আগের দুই ম্যাচের বাজে ব্যাটিং প্রদর্শনীর পর রোববার রাতে কিছুটা আশা জাগানো ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে বোলারদের ব্যর্থতায় সবশেষ ম্যাচেও ৭ উইকেটের ব্যবধানে হেরেছে লিটস দাসের দল। 

এমন হারের পর আবারও উঠে এসেছে বোলিং বিভাগের হতশ্রী পারফরম্যান্সের কথা। কোচ ফিল সিমন্সও জানালেন দুই বোলারকে মিস করেছেন সিরিজজুড়ে। দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে নিয়েই এমন মন্তব্য টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় যেকোনো দলই মুস্তাফিজকে মিস করবে। তার স্কিল এমন উইকেটে, তাকে তো মিস করতেই হবে। নাহিদ কিছুটা তরুণ। মাত্রই এসেছে টি-টোয়েন্টিতে, অত অভিজ্ঞ নয়। তবে ফিজ, তাসকিনদের অবশ্যই মিস করবেন। দ্বিতীয় ম্যাচে মেইন বোলারদের একজন শরিফুলও চোটে পড়লো। ফলে কঠিন ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন