You have reached your daily news limit

Please log in to continue


‘ট্রিপল সেঞ্চুরি’তে দেশের ক্রিকেট বদলে দিতে চান আমিনুল

গত কয়েক দিনে বড় ধরনের পালাবদলই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে। সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে। শুক্রবার বিসিবির দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এরপর গত দুই দিন ব্যস্ত সময়ই পার করছেন আমিনুল। আজ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে। সেখান থেকে সাংবাদিকদের আমন্ত্রণে গিয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে।

বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে কী ভাবছেন, বিএসজেএর আড্ডায় সেই আভাসও দিয়েছেন নতুন বোর্ড সভাপতি। বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণই তাঁর মূল উদ্দেশ্য। ক্রিকেটারদের পারফরম্যান্সে কীভাবে উন্নতি আনা যায়, সেটি নিয়েও ভাববেন বলে জানিয়েছেন দীর্ঘদিন আইসিসিতে কাজ করা আমিনুল। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ করার কথা বলেছেন আমিনুল।

আমিনুল বলেছেন, ‘এখানে আমার তিনটি কাজ, আমরা বলছি যে ট্রিপল সেঞ্চুরি করব। শতভাগ ট্রাস্ট, শতভাগ প্রোগ্রাম ও শতভাগ রিচ (সব জায়গায় যাওয়া)। বাংলাদেশে শতভাগ রিচ করব, আমাদের ট্রাস্ট থাকবে, আমাদের প্রোগ্রাম থাকবে। এই ট্রিপল সেঞ্চুরিটা করার জন্য ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা স্পিরিট অব ক্রিকেট আপগ্রেড করব। দ্বিতীয়ত, সবার জন্য হাই পারফরম্যান্স। শুধু ক্রিকেটার নয়, যারা কর্মকর্তা আছে, তাদের কাজও যেন হাই পারফর্মিং হয়। আর তিন নম্বর হচ্ছে, সারা দেশব্যাপী কানেক্ট করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন