You have reached your daily news limit

Please log in to continue


ডিম মিলেছে ১৪ হাজার কেজি, ‘খুশি’ হালদা পাড়ের মানুষ

হালদা তীরে দীর্ঘ প্রতীক্ষা শেষে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ডিম সংগ্রহ শেষে খুশি সংগ্রহকারীরা। প্রাথমিক হিসেবে এবার সংগৃহীত ডিমের পরিমাণ প্রায় ১৪ হাজার কেজি।

শুক্রবার বিকাল ৫টার দিকে ডিম সংগ্রহের এই হিসেব জানায় মৎস্য বিভাগ।

রাউজানের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালদা পাড়ের মানুষ খুব খুশি। গত বছরের তুলনায় এবার অনেক বেশি ডিম মিলেছে। সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রাথমিক হিসাবে প্রাপ্ত ডিমের পরিমাণ প্রায় ১৪ হাজার কেজি। প্রায় ২৫০টি নৌকা ও সাড়ে ৫০০ ডিম সংগ্রহকারীর প্রচেষ্টায় সফলভাবে ডিম সংগ্রহ কার্যক্রম সমাপ্ত হয়েছে।

“দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সব তথ্য মন্ত্রণালয়ে জানানো হবে। সেখান থেকে চূড়ান্ত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে।”

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নৌ পুলিশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি যৌথভাবে ডিম সংগ্রহের তথ্য সংগ্রহ করে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের অন্যতম প্রাকৃতিক উৎস হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন