ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বহুল আলোচিত বিচার প্রক্রিয়া বাতিল করেছে আর্জেন্টিনার একটি আদালত। মামলাটির অন্যতম বিচারক এই মামলা নিয়ে নির্মিত একটি মিনি টিভি সিরিজে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর আদালত পূর্ণাঙ্গ বিচার বাতিলের সিদ্ধান্ত নেয়।
এতে করে ম্যারাডোনার মৃত্যুর প্রায় চার বছর পর আবারও নতুন করে বিচার শুরু করতে হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বুয়েনস এইরেসের আদালতে কয়েক সপ্তাহের শুনানি এবং ৪০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দির পর মামলাটি বাতিল করা হয়।
২০২০ সালে মারা যাওয়া ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ আনা হয়। দীর্ঘদিন ধরে চলা মামলাটি এখন থেকে নতুন করে শুরু করতে হবে তিনজন নতুন বিচারকের উপস্থিতিতে।