You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানে ‘সৌর ঝড়’

পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর যখন ভারত ও পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে প্রবেশ করছে আর একে ঘিরে বিশ্বব্যাপী উদ্বেগ ঠিক এমন সময় মার্কিন গণমাধ্যম সিএনএন পাকিস্তানে সৌরবিদ্যুতের প্রসার নিয়ে লেখা প্রতিবেদনে 'পারফেক্ট স্টর্ম' শব্দ দুটি ব্যবহার করে।

বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানের 'সৌর বিপ্লব' এত দ্রুত কীভাবে বাস্তবায়িত হলো তা নিয়েই প্রতিবেদন।

গত ১ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বড় শহর থেকে শুরু করে ছোট গ্রামের ঘরগুলোর ছাদ যেন প্রজ্বলিত গাঢ় নীল সৌর প্যানেলের গালিচা।

প্রায় ২৪ কোটি মানুষের দেশটিতে খুব দ্রুত 'সৌর বিপ্লব' ঘটে চলেছে। যদিও দক্ষিণ এশিয়ার এই দেশটি দীর্ঘদিন ধরে দারিদ্র ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে।

সস্তায় পাওয়া যাচ্ছে বলে চীন থেকে পাকিস্তানে আসা সৌর প্যানেলে বাজার সয়লাব। জলবায়ুবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এম্বার'র তথ্য বলছে—২০২৪ সালে পাকিস্তানে ১৭ গিগাওয়াটের প্যানেল আমদানি করা হয়েছে। এর আগের বছরের তুলনায় যা দ্বিগুণের বেশি। পাকিস্তান এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর প্যানেল আমদানিকারক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন