বৃষ্টিতে ল্যাপটপ ভিজলে তাৎক্ষণিক যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৩:৫১

হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই সমস্যা। অফিসের ল্যাপটপ ভিজে গেলে তো সর্বনাশ। তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে ডিভাইসটি। এমন পরিস্থিতিতে পড়লে তাৎক্ষনিক কী করবেন জেনে নিন-


>> দ্রুত ল্যাপটপ বন্ধ করুন। ল্যাপটপ বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। যদি চার্জারে লাগানো থাকে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।


>> যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।


>> ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।


>> ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।


>> তবে ল্যাপটপ শুকানোর ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ভুলেও ব্যবহার করতে যাবেন না। এতে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ চালের মধ্যে রাখেন। কিন্তু এই পদ্ধতি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য কাজ করবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও