চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে সংযুক্ত আরব আমিরাতে, কীভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৩:৩৮

বিশ্বের প্রথম দেশ হিসেবে সব নাগরিক ও বাসিন্দার জন্য চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ ‘চ্যাটজিপিটি প্লাস’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওপেনএআইয়ের সঙ্গে এক কৌশলগত অংশীদারত্বের আওতায় এই সুবিধা চালু করা হবে।


চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণ কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। তবে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণটিতে বেশ কিছু বাড়তি সুবিধা থাকায় প্রতি মাসে খরচ করতে হয় ২০ মার্কিন ডলার। নতুন এ উদ্যোগের আওতায় সংযুক্ত আরব আমিরাতে সবাই চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।


চ্যাটজিপিটি প্লাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ওপেনএআইয়ের মাধ্যমে ‘স্টারগেট ইউএই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশাল তথ্যকেন্দ্র তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রকল্প বাস্তবায়নে ওপেনএআইয়ের সহযোগী হিসেবে রয়েছে আবুধাবিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারগেট প্রকল্পের প্রথম পর্যায়ের তথ্যকেন্দ্র ২০২৬ সালের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও