You have reached your daily news limit

Please log in to continue


এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেবে জামায়াত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ মে) রাতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে, নিজের ভেরিভায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মোহাম্মাদ শিশির মনির জানান, এটিএম আজহারুল ইসলাম আগামীকাল (বুধবার) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইনশাআল্লাহ আশা করি আগামীকাল সকালে (৯-১০ টা) এটিএম আজহারুল ইসলাম হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।

প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহার ইসলাম ফাঁসির দণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুই নম্বর, তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন