মাতারবাড়ীর জন্য বিদেশি বিনিয়োগ ‘অত্যন্ত জরুরি’: ইউনূস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৭:১৪

কক্সবাজারের মাতারবাড়ীতে কৌশলগত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


তিনি বলেছেন, “আমরা মাতারবাড়ীকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, শিল্প উৎপাদন ও জ্বালানির কেন্দ্রে পরিণত করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ অত্যন্ত জরুরি।”


সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন বলে তার দপ্তর জানিয়েছে।


এমআইডিআই হচ্ছে বাংলাদেশ ও জাপানের একটি যৌথ উদ্যোগ, যার উদ্দেশ্য হচ্ছে মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা- যেখানে লজিস্টিকস, জ্বালানি ও শিল্পখাতের যুগপৎ বিকাশ ঘটবে।


মুহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইতোমধ্যে এসব খাতে আগ্রহ দেখিয়েছে। সে কারণে একটি সুসংহত মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রয়োজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও