
নতুন অভিনেতাকে সুযোগ দিয়ে প্রশংসিত তানিয়া বৃষ্টি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৩:২১
নতুন নাটকে নতুন অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তরুণ মডেল ও অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘জয়িতার দিনরাত্রি’।
নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ও আওরঙ্গজেবের রচনায় নির্মিত এই নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।
তানিয়া বৃষ্টি জানান, অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে তিনি কয়েকটি নাটকে কাজ করেছেন। তার মধ্যে ‘জয়িতার দিনরাত্রি’ অন্যতম। গল্পটি কেন্দ্র করে জয়িতা চরিত্রকে এবং সেই চরিত্রেই তাকে দেখা যাবে।
বৃষ্টি বলেন, ‘আমি নিজেও এক সময় নতুন ছিলাম। তখন অনেক প্রতিষ্ঠিত শিল্পী আমাকে সুযোগ দিয়েছেন। তাই আমিও চাই নতুনদের পাশে দাঁড়াতে।’
পরিচালক তুহিন হোসেন বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন পেশাদার শিল্পী। প্রান্তের সঙ্গে কাজ করায় তার যে উদারতা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ।’
- ট্যাগ:
- বিনোদন
- একসঙ্গে অভিনয়
- নতুন মুখ
- তানিয়া বৃষ্টি