
বিভাগীয় শহরে হচ্ছে চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮৯টি সিনেমা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০২৫’। ২৭ মে থেকে দেশের ৮টি বিভাগীয় শহরে শুরু হবে এ উৎসব। চলবে ৩১ মে পর্যন্ত।
মঙ্গলবার (২৭ মে) উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা আজ ৭টা থেকে উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হবে মহিউদ্দিন আল আরাবীর ‘সূর্যমুখী’, সাইয়াদুস সালেহীন জাইমের ‘কালাপাথর’, সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’, নূরে আলম নির্ভীকের ‘নদীর কোনো দেশ নাই’, সিজান আজমিরের ‘এম আদার’, মুহাম্মদ জুনায়েদ হাসানের ‘ধন্যবাদ মা’ ও রাশেদ মানিকের ‘প্রাণবিক’। ৩১ মে সমাপনী আয়োজনে থাকছে মিজানুর রহমানের ‘চোরাপথের শেষে’, মল্লিকা রায়ের ‘প্রদোষে’, মো. জনি হোসাইনের ‘নিড়া’ চলচ্চিত্র।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র উৎসব