
যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক ৫ শতাংশ কমতে পারে
দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোয় কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাস আমদানিতে শুল্ক কমাতে পারে অন্তর্বর্তী সরকার।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বাড়াতে ১৬-৪০ আসনের বাসের জন্য আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হতে পারে।'
আমদানিকারকরা জানিয়েছেন, বর্তমানে ১৬-৪০ আসনের বাসের জন্য ১০ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), পাঁচ শতাংশ অগ্রিম কর ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
সংশ্লিষ্টদের ভাষ্য, উন্নত প্রযুক্তির কারণে জাপানি বাসের দাম বেশি এবং বিদ্যমান করের কারণে বাস আমদানিতে খরচ বেড়ে যায়।
বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক কমানো সময়োপযোগী ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।'