
ক্ষমা চাওয়ার সঠিক উপায়
আমাদের সমাজে ক্ষমা চাওয়াকে অনেকেই দুর্বলতার লক্ষণ বলে মনে করেন। বিশেষ করে কর্তৃত্বপরায়ন মানসিকতার কারণে অনেকেই ভুল স্বীকার করতে চান না। অথচ ক্ষমা চাওয়া আসলে একটি সাহসের কাজ। ব্যক্তি হিসেবে সামনে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ এটি।
দূরদেশ অস্ট্রেলিয়াতে আজকের দিনটি (২৬ মে) পালিত হয় জাতীয় সরি ডে বা ক্ষমা চাওয়ার দিন হিসেবে। আমাদের সংস্কৃতিকে এমন কোনো দিবস না থাকলেও ভুল করা আর ক্ষমা চাওয়া সবার জীবনেরই বাস্তবতা। তবে শুধু ‘সরি’ বলে দিলেই কি ঠিকঠাক ক্ষমা চাওয়া হয়? আপনার কথা বা কাজে যদি কেউ কষ্ট পায়, তা কি একটা সরি দিয়ে ফিরিয়ে নেওয়া সম্ভব? না, তবে সঠিক ভাবে নিজের ভুল স্বীকার করলে ছোট ছোট কষ্টগুলো আপনার সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। তাই আজকে এই সরি ডে-তে জেনে নিন সঠিক ভাবে ক্ষমা চাওয়ার উপায়-
১. প্রথম ধাপ উপলব্ধি
সাময়িক পরিস্থিতি ম্যানেজ করার জন্য সরি বলা একটি প্রচলিত অভ্যাস। কিন্তু বেশিরভাগ মানুষই শুধু বলার জন্য সরি বলেন, মন থেকে ক্ষমা চান না। তাই সঠিকভাবে ক্ষমা চাওয়ার প্রথম ধাপ হলো আত্মোপলব্ধি। নিজের কাছে আগে স্বীকার করতে হবে যে ‘আমি ভুল করেছি’। ঠিক কোন আচরণটা করা ঠিক হয়নি, সেটা বুঝতে পারা খুব জরুরি। কাছের কেউ কষ্ট পেলে তাৎক্ষণিক ক্ষমা চেয়ে ফেলা আমাদের চরিত্রের অংশ। এবং এটা জরুরিও বটে। তবে মন থেকে ক্ষমা চাওয়ার জন্য নিজেকে প্রশ্ন করুন যে আপনার আচরণের কারণ কী ছিল, এই কথাটি অন্য কীভাবে বলা যেত, বা আদৌ বলা উচিত কি না।
- ট্যাগ:
- লাইফ
- ক্ষমা চাওয়া