You have reached your daily news limit

Please log in to continue


অভিশাপ-মুক্তি, অভিষেকেই শিরোপা আর পাখিদের জয়গান

ইউরোপীয় ক্লাব ফুটবলে শীর্ষ পাঁচ লিগে মৌসুম হয়েছে গতকাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘আ’, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ আঁ–তে এবার চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে লিভারপুল, নাপোলি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি।

এর বাইরে এই দেশগুলোর অন্য প্রতিযোগিতাগুলোতেও এবার চমকে যাওয়ার মতো এবং অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটেছে। আবার দারুণ সব কীর্তির সাক্ষী হয়েও থাকবে এই মৌসুমটা।

ইউরোপের ফুটবলে সদ্য শেষ হওয়া মৌসুমের অঘটন-ঘটন আর কীর্তি নিয়ে এই আয়োজন—

সিটি ও গার্দিওলার শিরোপাশূন্য মৌসুম

দুই মৌসুম আগেই ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছিল গত মৌসুমে। সেই সিটি এবার শিরোপাশূন্য থেকে মৌসুম শেষ করেছে। সিটিজেনরা সর্বশেষ শিরোপা ছাড়া কাটিয়েছিল ২০১৬–১৭ মৌসুমে। দলটির কোচ হিসেবে সেটি ছিল পেপ গার্দিওলার প্রথম মৌসুম। কোচিং ক্যারিয়ারে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার শিরোপাশূন্য মৌসুম কাটালেন গার্দিওলা। অবশ্য সিটি ২০২৪–২৫ মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড জিতেছে। কিন্তু ওটা যেহেতু একটি ম্যাচ, তাই সেটিকে বড় ট্রফি হিসেবে বিবেচনা করা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন