বিলিয়ারি অ্যাট্রেসিয়া : শিশুদের বিরল হজম রোগ বিলিয়ারি অ্যাট্রেসিয়া

বণিক বার্তা প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৩:১৭

বিলিয়ারি অ্যাট্রেসিয়া শিশুদের রোগ। গর্ভাবস্থায়ই শিশু এ রোগে আক্রান্ত হতে পারে। লিভারের রোগগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক ব্যাধি। এ রোগের জটিলতাও খুব দ্রুত বৃদ্ধি পায়। সাধারণ জন্ডিসের লক্ষণের মধ্য দিয়ে শরীরে প্রকাশ পায় এ রোগ। এ কারণে অনেক বাবা-মা শুরুতে বিলিয়ারি অ্যাট্রেসিয়া বুঝতে পারেন না। অনেকে অবহেলা করেন, এড়িয়ে যান। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে দ্রুত সুচিকিৎসা প্রদান করা যাবে।


বিলিয়ারি অ্যাট্রেসিয়া কী


লিভারে উৎপন্ন হওয়া পিত্তরস নালির মাধ্যমে পিত্তথলিতে জমা হয়। এগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। খাবার হজমের পেছনেও পিত্তরসের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু কোনো কারণে পিত্তরস প্রবাহের নালি ক্ষতিগ্রস্ত হলে রস লিভারেই আটকে থাকে। প্রাথমিক পর্যায়ে এ রোগে শিশুর শরীরে জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়। তবে দীর্ঘমেয়াদে জমে থাকা এ রসের কারণে লিভারে ক্ষত সৃষ্টি হয়। এতে লিভার সিরোসিস ও একপর্যায়ে লিভার অকার্যর হয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও