
হাজার কোটির সিনেমা না হলে কী আসে যায়, প্রশ্ন নির্মাতার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১১:৩০
তামিল সিনেমা এখনও কেন ১০০০ কোটির ক্লাব ছুঁতে পারেনি- এই প্রশ্নে মুখ খুললেন বর্ষীয়ান পরিচালক মণি রত্নম। ইউটিউব চ্যানেল ‘গোবিনাথ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সিনেমা কেন বানাই? শুধু বেশি টাকা রোজগারের জন্য নাকি একটা সৎ আর ভালো সিনেমা বানানোর জন্য?’
তিনি বলেন, আগে সিনেমা ভালো, মন্দ বা মাঝারি কি না সেই বিচার হতো। এখন শুধু কত আয় করল, এই নিয়েই আলোচনা। যেন বেশি আয় করা মানেই ভালো সিনেমা। অথছ শিল্প বা সৃষ্টিশীলতার মূল্যই দেয়া হচ্ছে না। তার মতে, এই বেশি আয় আর বক্স অফিসের চাপ বাড়তে থাকলে সৃষ্টিশীলতা মরে যেতে থাকে। সেইদিকে সবাই নজর রাখবেন বলে প্রত্যাশা মনি রত্নমের।