
রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনীতি ও পরিবর্তনের বাস্তবতা
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জটিল ও বহুমাত্রিক। এই প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগ না করাকে অনেকে যেমন সংকট মোকাবেলার প্রয়াস হিসেবে দেখছেন, তেমনি অনেকে তা নিয়ে প্রশ্নও তুলছেন। তবে একটি বিষয় স্পষ্ট—কোনো রাজনৈতিক দলই সরাসরি তাঁর পদত্যাগ দাবি করেনি। এটি প্রমাণ করে, রাজনীতিক মহলে এই উপলব্ধি রয়েছে যে তাঁর সরে দাঁড়ানোতে দেশে আরও গভীর রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। বর্তমান অনির্বাচিত সরকারের প্রেক্ষাপটে এই শূন্যতা নতুন সংকটের জন্ম দিত।
ড. ইউনূস নিজেই স্বীকার করেছেন, চারদিকে অনিয়ম, দুর্নীতি ও চরম অনাচার বন্ধ করা যাচ্ছে না। এই ব্যর্থতা তাকে নৈতিকভাবে আঘাত করেছে। তা সত্ত্বেও কিছু গোষ্ঠী—দেশে ও প্রবাসে—যারা নিজেদের 'অরাজনৈতিক' বলে দাবি করেন, কিন্তু আসলে রাজনীতিরই অংশ, তাঁরা এই সরকারকে আরও দীর্ঘায়িত করার পক্ষে অবস্থান নিয়েছেন। অথচ একটি মৌলিক সত্য হলো—রাজনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। একটি সরকার, তার চরিত্র যাই হোক, শেষ পর্যন্ত রাজনৈতিকই হয়ে ওঠে।