
গ্যাস সংকটে হুমকিতে পোশাক খাত
দেশীয় টেক্সটাইল খাতসহ সব শিল্প খাতের ন্যায্য স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে অবিলম্বে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী শিল্পখাতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।
রোববার (২৫ মে) গুলশান ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিসিআই, আইসিসি বাংলাদেশ, এলএফএমইএবি, বিটিটিএলএমইএ, বিপিজিএমইএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সরকারের কাছে শিল্পখাত ও ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোয় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা এবং এই বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি টেকসই নীতিমালা প্রয়োজন। শিল্পখাতে বিরাজমান গ্যাসের সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য মধ্য-দীর্ঘমেয়াদি কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানান।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পোশাক খাত
- গ্যাস সংকট