
বিদ্যুৎ খরচ কমাতে এসি ব্যবহারে ৩ বিষয় মাথায় রাখুন
গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তবে সঠিকভাবে এসি ব্যবহারে খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না।
কিছু ছোটখাটো টিপস মাথায় রাখলে এসি ব্যবহারের পরেও বিলের পরিমাণ অনেকটা কমানো সম্ভব। জেনে নিন কোন বিষয়গুলো খেয়াল রাখলে পুরো মাস এসি ব্যবহার করেও বিদ্যুৎ খরচ কমানো যায়-
সময়ের সঠিক ব্যবহার করুন
এসি চালানোর সময় ব্যবহারের সময় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। অনেকেই রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে দেন কিন্তু সেটি ঘণ্টার পর ঘণ্টা অনবরত চলে। ঘরে যথেষ্ট ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এসি বন্ধ না করলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই সময় অনুযায়ী সেট টাইমার ব্যবহার করুন। টাইমার মোড চালু রাখলে নির্দিষ্ট সময় পর এসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এতে ঘুমের ব্যাঘাত হবে না আবার অকারণে এসি চলেও থাকবে না।
তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন
এসি কত ডিগ্রি সেলসিয়াসে চলছে সেটিও বিদ্যুৎ খরচ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাধারণত ২৪ থেকে ২৬ ডিগ্রিতে এসি চালালে ধীরে হলেও ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ কম খরচ হয়। কিন্তু এটাও মাথায় রাখবেন, ১৬ থেকে ১৮ ডিগ্রি বা তারও কমে চালালে ঠান্ডা তো হবেই, পাশাপাশি খরচ অনেক বেশি হয়। তাই তাপমাত্রা সামঞ্জস্য রেখে এসি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিদ্যুৎ বিল
- এয়ার কন্ডিশনার