
সীমানা পুনর্নির্ধারণে কমতে পারে শহরের আসন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে বর্তমানের ৩০০ আসন ব্যবস্থাই বহাল থাকবে ধরে নিয়ে বিদ্যমান আইনমত কাজ করছেন ইসি কর্মকর্তারা। ইসির সূত্র জানিয়েছেন, সীমানা বদলানোর আবেদন, জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে যে রদবদল হতে যাচ্ছে, তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে। অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন।
সম্প্রতি আসনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ জারির পর জোরেশোরে কাজ শুরু করেছে ইসি। সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত যত আবেদন জমা পড়েছে, তার প্রতিটি ধরে ধরে কাজ করছে ইসির এ-সংক্রান্ত কমিটি।
এ বিষয়ে জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনকারীরা বিভিন্ন যুক্তি দিয়েছেন। সেখান থেকে যেগুলো গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করব।’
জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৬টি আসন থেকে ইসিতে ৪১৭টি আবেদন জমা পড়েছে। প্রতিদিনই আসন পুনর্নির্ধারণের বিষয়ে আবেদন জমা পড়ছে। বেশির ভাগ আবেদনে ২০০১ সালের সীমানায় ফেরার দাবি জানানো হয়েছে।