
কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট: চলে ‘রুটিন কাজ’, নেই গবেষণা-প্রকাশনা
প্রতিষ্ঠার এক যুগ পার হলেও কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র-কুমিল্লা থেকে কোনো গবেষণা বা প্রকাশনার কাজ হয়নি। শুধু ‘রুটিন কাজ’ সেরেই দায়িত্ব পালন করছেন এখানকার কর্মকর্তারা।
অথচ কুমিল্লার সঙ্গে বিদ্রোহী কবির জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জড়িত। তিনি এখানে গ্রেপ্তার হয়েছেন। জীবনের অনেক গুরুত্বপূর্ণ রচনাও এখানে বাসকালে লিখেছেন। কবির পত্নী প্রমিলা দেবীর বাড়িও কুমিল্লাতে।
নজরুলকে জড়িয়ে এত স্মৃতি-স্মারক থাকার পরেও শুধু বাজেট স্বপ্লতার কারণে কোনো গবেষণা ও প্রকাশনা এখান থেকে হচ্ছে না বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ।
অপরদিকে গবেষক ও নজরুল অনুসারীদের অভিযোগ, আসলে কেন্দ্রের অবহেলার কারণেই এমনটা হয়েছে।
নজরুল গবেষকদের মতে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ দফায় প্রায় এক বছর কুমিল্লায় অবস্থান করেছেন। এই সময়ে তিনি ১৯২১ সালের ২১ নভেম্বর ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে নগরীর রাজগঞ্জ থেকে গ্রেপ্তার হন। পরে ১৯২২ সালের ২৩ নভেম্বর নগরীর ঝাউতলা থেকে গ্রেপ্তার হন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখা ‘আনন্দময়ীর আগমন’ কবিতার জন্য।
গবেষকদের দাবি, কুমিল্লায় কাজী নজরুল ইসলাম অন্তত ৫৩টি রচনা, কবিতা, গান লিখেছেন- যা বাংলাদেশের আর কোথায় হয়নি।