
চোখে জল, মুখে হাসি নিয়ে বের্নাবেউকে মদ্রিচ-আনচেলত্তির বিদায়
রেয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম ফুটবলার ও ২০১৮ সালের ব্যালন দ’র জয়ী লুকা মদ্রিচ এবং ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানিয়েছেন। রেয়াল সোসিয়েদাদকে সহজেই হারিয়ে তাদের বিদায় রাঙিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রেয়ালে যোগ দেন মদ্রিচ। সময়ের সঙ্গে মাদ্রিদের ক্লাবটির মাঝমাঠের প্রাণ হয়ে ওঠেন এই ক্রোয়াট প্লেমেকার। পায়ের দুর্দান্ত কারিকুরি আর বুদ্ধিদীপ্ত ফুটবলে আলো ছড়িয়ে, দলটির হয়ে ৫৯১ ম্যাচ খেলে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ২৮টি শিরোপা।
রেয়ালের জার্সিতে তার ১৩ বছরের যাত্রা অবশ্য শেষ হয়নি এখনও। ক্লাব বিশ্বকাপ খেলার পর প্রিয় দল ছাড়বেন তিনি, আগামী মাসে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। তবে শনিবারই শেষবার ভালোবাসার জার্সি গায়ে খেললেন সান্তিয়াগো বের্নাবেউয়ে। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় স্পেনের মাটিতে হয়ে থাকল রেয়ালে মদ্রিচের শেষ ম্যাচ।
বিদায়ী রাগিনী বাজছিল ম্যাচের আগ থেকেই। শেষের দিকে বদলি হিসেবে উঠে যাওয়ার সময় ‘গার্ড অব অনার’ পান ক্রোয়াট অধিনায়ক। স্বাভাবিকভাবেই আবেগ ছুঁয়ে যায় অভিজ্ঞ এই মিডফিল্ডারকে।
“এই মুহূর্তটা আসুক, আমি কখনও চাইনি। তবে এটা ছিল সুদীর্ঘ, কিন্তু বিস্ময়কর এক অভিযাত্রা। সবার আগে আমি ক্লাব, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে পাওয়া সব কোচ ও সতীর্থদের যারা সবসময় আমাকে সঙ্গ দিয়েছেন এবং সেই সব মানুষদের, যারা আমাকে সাহায্য করেছে। আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আমার পরিবারকে ধন্যবাদ। আমরা জিতেছি অনেক, আমরা কাটিয়েছি বিস্ময়কর অনেক মুহূর্ত।”