আ.লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়

যুগান্তর প্রকাশিত: ২৪ মে ২০২৫, ২০:০৩

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।


জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ আব্দুল কুদ্দুসের ছেলের শহিদ কল্লোল স্মৃতি সংঘের এ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ওই কার্যালয় শহিদ কল্লোল স্মৃতি সংঘ নামে হলেও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু ব্যবহার করতেন। যেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত ওঠা-বসা ছিল। পুড়ে যাওয়া আধা পাকা কার্যালয়টির টিনের চাল নষ্ট হলেও দেয়াল ঠিক ছিল। সেখানেই ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও