
অস্ট্রেলিয়ায় বন্যায় মৃত ৫, ক্ষতিগ্রস্ত ১০ হাজার ঘরবাড়ি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৭:৪১
অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে টানা বৃষ্টিপাতের পর সৃষ্ট ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট হচ্ছে—এই দুর্যোগে প্রাণহানি হয়েছে ৫ জনের, আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০ হাজার ঘরবাড়ি।
শনিবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, বন্যার পর উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মানুষ যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতে আমরা ফেডারেল, রাজ্য ও স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”