নাপোলিকে চ্যাম্পিয়ন করে ‘ম্যাকফ্রাতম’ উপাধি পেলেন ম্যাকটমিনে

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৭:৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন লম্বা সময়। তবে স্কট ম্যাকটমিনের ইংলিশ জায়ান্ট ক্লাবে সময় কেটেছে মূলত সাইডলাইনে বসে, অনেকটা আড়ালে পড়ে ছিলেন। নয় মাস আগে নাপোলিতে যোগ দিয়ে বদলে গেল তার পথ। দারুণ পারফরম্যান্সে নিজেকে মেলে ধরে নাপোলিকে সিরি আ জেতালেন, হলেন মৌসুমের সেরা খেলোয়াড়। হতাশা ভুলে এখন তিনি ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে।


শুক্রবার রাতে ঘরের মাঠ দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে ২-০ গোলে জিতে লিগ শিরোপা নিশ্চিত করে নাপোলি। সবশেষ তিন মৌসুমে এটি তাদের দ্বিতীয় স্কুদেত্তো। এই ম্যাচেও দলের প্রথম গোলটি করেন ম্যাকটমিনে। ৪২তম মিনিটে হাওয়ায় ভেসে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে খুঁজে নেন জাল।


ইউনাইটেডে যুব দল থেকে উঠে আসা স্কটল্যান্ডের ২৮ বছর বয়সী মিডফিল্ডার নাপোলির মিডফিল্ডের মূল ভিত্তি হয়ে উঠেছেন সিরি আতে নিজের প্রথম মৌসুমেই। কোচ আন্তোনিও কন্তে তাকে দিয়েছেন স্বাধীনভাবে খেলার লাইসেন্স। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন তিনিও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও