অ্যান্টার্কটিকাকে শীতল রাখতে সাহায্য করে পেঙ্গুইনের মল: গবেষণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৭:৩২

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরুর বরফে মোড়ানো প্রান্তর দ্রুত উষ্ণ হচ্ছে ও গলে যাচ্ছে। তবে এই দুর্যোগ ঠেকাতে এক অপ্রত্যাশিত সমাধানের খোঁজ পেলেন বিজ্ঞানীরা—পেঙ্গুইনের মল!


গত বৃহস্পতিবার ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় অ্যান্টার্কটিকার ওপর পেঙ্গুইনদের মল থেকে নির্গত অ্যামোনিয়া বাষ্প অতিরিক্ত মেঘ গঠনে ভূমিকা রাখে। এই অতিরিক্ত মেঘ সূর্যালোক আটকে দিয়ে তাপমাত্রা কমাতে সাহায্য করে।


গবেষণার প্রধান লেখক এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী ম্যাথিউ বয়ার বলেন, ‘পরীক্ষাগারে আগে থেকেই দেখা গেছে যে, গ্যাসীয় অ্যামোনিয়া মেঘ গঠনে সহায়তা করতে পারে। তবে বাস্তবে অ্যান্টার্কটিকায় এই প্রক্রিয়া কতটা প্রভাব ফেলে, তা আগে কেউ নির্ণয় করেনি।


অ্যান্টার্কটিকা এক অনন্য প্রাকৃতিক পরীক্ষাগার। এখানে মানুষের দূষণ নেই বললেই চলে এবং উদ্ভিদের উপস্থিতিও খুব কম। ফলে মেঘ গঠনের জন্য প্রয়োজনীয় গ্যাসের উৎস হিসেবে পেঙ্গুইন কলোনিই প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও