
যুক্তরাজ্যের দোকানে গাড়ি বেচবে এআইচালিত রোবট?
খুব শিগগিরই যুক্তরাজ্যে গাড়ি বিক্রির শোরুমে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত রোবট। নিজেদের কর্মস্থলে অদ্ভুত এক নতুন সদস্য যোগ করেছে দেশটির বৈশ্বিক এক গাড়ি নির্মাতা কোম্পানি।
২৩ এপ্রিল চীনে অনুষ্ঠিত ‘শাংহাই মোটর শো’তে নিজেদের সেলস অ্যাসিস্টেন্ট রোবট ‘মর্নাইন’কে দেখিয়েছিল ‘ওমোডা’ ও ‘জাইকো’র মালিক কোম্পানি ‘চেরি’।
এই রোবট ক্রেতাদের অভ্যর্থনা জানাতে, তাদের গাড়ির আশপাশে ঘুরিয়ে দেখাতে ও চা বা কফিও তৈরি করে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এআইনির্ভর রোবটটি মেশিন লার্নিং ব্যবহার করে নিজের কাজের দক্ষতা বাড়ায় অর্থাৎ এটি গ্রাহকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে শিখে ফেলে কীভাবে আরও ভালোভাবে তাদের সাহায্য করা যায়।
চেরি’র একজন মুখপাত্র বলেছেন, মালয়েশিয়ায় তাদের শোরুমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এটিকে এবং খুব শিগগিরই এটি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাদের শোরুমে চালু হতে পারে।