রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এখন মাদকের ছড়াছড়ি। বাড়ছে মাদকসেবীর সংখ্যা। এতে জড়িয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ ‘তদারকি ও বিচারহীনতাই’ এজন্য দায়ী বলে অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গত কয়েক মাসে বেশ কিছু র্যাগিংয়ের ঘটনা, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলসহ মাদকের একাধিক ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সন্ধ্যা নামলেই ক্যাম্পাসের বেশ কয়েকটি পয়েন্ট ও আবাসিক হলের ছাদে বসছে মাদকের আসর। বিজয়-২৪ হলের নির্দিষ্ট কিছু ফ্লোর, ‘এ’ ও ‘বি’ ব্লকের ছাদ, কবি কাজী নজরুল ইসলাম হল, শেরেবাংলা হল এবং নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদসহ বেশ কিছু কক্ষে নিয়মিত চলে মাদক সেবন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও গবেষণা মাঠেও নিয়মিত বসছে মাদকের আসর। ছুটির দিনগুলোতে আসছেন বহিরাগত মাদকসেবীরাও। সব মিলিয়ে মাদকের ছড়াছড়িতে অস্বস্তিতে সাধারণ শিক্ষার্থীরা।
শুধু শিক্ষার্থী কিংবা বহিরাগতরাই নন, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু কর্মচারীর বিরুদ্ধেও মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্ম এলাকায় অবস্থানরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায়ও নিয়মিত মাদকের আসর বসে। তাদের অভিযোগ, এসব কার্যকলাপে কয়েকজন কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে।