
সমাবেশে মামুনুল হক: ‘ক্রান্তিকালের ত্রাতা মোহাম্মদ ইউনূস, আপনি সংস্কারকাজ সম্পন্ন করুন’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ‘ক্রান্তিকালের ত্রাতা’ অভিহিত করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ‘আপনি আপনার সংস্কার সম্পন্ন করুন।’
মামনুল হক বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা জুলাই ঐক্যে ফাটল ধরাতে চায়। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জুলাইয়ের নায়ক জামায়াতকে বলতে চাই, আপনারা সবাই নিজেদের জায়গায় দায়িত্বশীল আচরণ করুন।’
আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন মামুনুল হক। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা।
প্রধান উপদেষ্টাকে যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ‘নয় মাস পরও আমরা সংস্কারের কোনো রূপরেখা পাইনি। সংস্কারের একটি রূপরেখা ঘোষণা করুন। বর্তমানে যে কাঠামো রয়েছে, এতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। দুর্বৃত্তায়নের নির্বাচন মানুষ বিশ্বাস করে না। ভালো মানুষ এই পন্থায় নেতৃত্বে আসবে না।’