You have reached your daily news limit

Please log in to continue


ছেলের আত্মহত্যায় গুগলের বিরুদ্ধে মায়ের মামলা চলবে: আদালত

গুগল ও এক কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপের বিরুদ্ধে আনা একজন মায়ের মামলা চলবে– এমনই বলেছে যুক্তরাষ্ট্রের এক আদালত।

বুধবার রায়ে বিচারক বলেছেন, অ্যালফাবেটের গুগল ও এআইকেন্দ্রীক স্টার্টআপ ‘ক্যারেক্টার.এআই’য়ের বিরুদ্ধে ওই মায়ের আনা মামলাটি চলবে। মামলায় ফ্লোরিডার এক নারী অভিযোগ করেছেন, ক্যারেক্টার.এআইয়ের চ্যাটবট তার ১৪ বছরের ছেলেকে এমনভাবে প্রভাবিত করেছিল যে সে আত্মহত্যা করেছে।

মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক অ্যান কনওয়ে বলেছেন, মামলার শুরুতে গুগল ও ক্যারেক্টার.এআই প্রমাণ করতে পারেনি যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা কীভাবে মামলাটিকে বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করে। তাই মামলাটি চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন