কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা
কিশোর ব্যবহারকারীদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব অ্যাপে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কিশোরদের জন্য নতুন ও নিরাপদ অভিজ্ঞতা তৈরি না হওয়া পর্যন্ত এই সুবিধা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, বিশ্বজুড়ে কিশোরদের জন্য তাদের বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার স্থগিত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেটার সব অ্যাপেই এটি প্রযোজ্য হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, কিশোরদের জন্য আলাদা ও হালনাগাদ এআই অভিজ্ঞতা তৈরির কাজ চলছে। সেই নতুন সংস্করণ প্রস্তুত না হওয়া পর্যন্ত কিশোর ব্যবহারকারীরা এআই চরিত্রে প্রবেশ করতে পারবে না। প্রতিষ্ঠানটির ভাষায়, শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ।
নতুন এআই চরিত্রগুলো চালু হলে সেখানে অভিভাবক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। অর্থাৎ অভিভাবকেরা চাইলে সন্তানের এআই ব্যবহারে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে এই নতুন সংস্করণ ঠিক কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মেটা।
গত অক্টোবর মাসে মেটা প্রথমবারের মতো অভিভাবক নিয়ন্ত্রণের কিছু ফিচারের ঝলক দেখিয়েছিল। এর মধ্যে ছিল কিশোরদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করে দেওয়ার সুযোগ। সেই উদ্যোগ আসে মেটার ‘ফ্লার্টি’ বা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ চ্যাটবট আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়ার পর। তবে শুক্রবার মেটা জানিয়েছে, ওই অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারগুলো এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।