You have reached your daily news limit

Please log in to continue


কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হবে। উৎসব থেকে জানালেন সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি জানান, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব এক দিনেই প্রদর্শিত হয়। দুটি প্রদর্শনী হয় প্রতিটি সিনেমার।

গতকাল বৃহস্পতিবার রাজীব জানালেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কি না, পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সিনেমাগুলো সম্পর্কে জানতে চাইলে রাজীব বলেন, ‘আমরা তো জানি কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ, উপস্থাপনার সব সিনেমা।’

রাত পোহালেই আপনাদের সিনেমার প্রদর্শনী, কী অনুভূতি হচ্ছে—এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

রাজীব আরও বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি এটা আমার সত্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন