
রিয়াল থেকে চলে যাওয়ার ঘোষণা দিলেন তিনি
এখনো আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হননি জাবি আলোনসো। গুঞ্জন আছে, তিনি চেয়েছিলেন লুকা মদরিচ আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদে থাকুক। তবে ক্রোয়াট এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। তাই এই মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলবেন মদরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তায় ৩৯ বছর বয়সী মদরিচ বলেন, ‘সময় এসে গেছে। যে সময় কখনো আসুক বলে আমি চাইনি, কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচটি খেলব আমি। বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার ও অসাধারণ কিছু করার আশা নিয়ে ২০১২ সালে এখানে পা রাখি আমি। তবে কখনো কল্পনাও করনি সামনে কী অপেক্ষা করছে আমার জন্য। রিয়াল মাদ্রিদে খেলা ব্যক্তি ও ফুটবলার হিসেবে আমার জীবনকে পাল্টে দিয়েছে।’