You have reached your daily news limit

Please log in to continue


কানে ফটোগ্রাফারের সঙ্গে ঝামেলা, সম্মাননাও পেলেন ডেনজেল

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের সঙ্গে এক আলোকচিত্রীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্পাইক লি পরিচালিত ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ ছবির প্রদর্শনী উপলক্ষে উৎসবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন। এটাই ছিল তার ১৯৯৩ সালের পর প্রথম কানে আসা।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ডেনজেল ওয়াশিংটন এক আলোকচিত্রীকে আঙুল তুলে ‘স্টপ’ বলে ধমক দেন। আলোকচিত্রী হাস্যরসের ভান করে তার বাহু ধরার চেষ্টা করলে ওয়াশিংটন সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি আবারও তাকে থামতে বলেন।

কানে আলোকচিত্রীরা সাধারণত চিৎকার করে তারকাদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এই অস্বস্তিকর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছবি শুরুর আগেই স্পাইক লির উদ্যোগে ডেনজেল ওয়াশিংটনকে চমকপ্রদভাবে প্রদান করা হয় ‘অনারারি পাল্ম দ’অর’। এটি উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ওয়াশিংটনের বিখ্যাত চলচ্চিত্রের কিছু দৃশ্য নিয়ে একটি ভিডিও প্রদর্শন করেন। সেখানে ছিল ম্যালকম এক্স, মো বেটার ব্লুজ, গ্লোরি ও ট্রেইনিং ডে সিনেমার কিছু দৃশ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন