
এলিমিনেটরের আগে ফিরলেন রিশাদ, লাহোরে এখন বাংলাদেশের তিন অলরাউন্ডার
করাচিং কিংসের বিপক্ষে পিএসএলের এলিমিনেটর ম্যাচে আজ লাহোর কালান্দার্সের একাদশে দেখা যেতে পারে তিন বাংলাদেশি ক্রিকেটার। কারণ জাতীয় দলের সিরিজ শেষে দলটিতে ফের যোগ দিয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।
পিএসএলের এই ফ্রাঞ্চাইজি আনুষ্ঠানিক বিবৃতিতে রিশাদের যোগ দেওয়ার খবর দিয়েছে। এক ভিডিও বার্তায় রিশাদও তার ফেরার খবর দেন। গত রাতে শারজায় সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হারের পরই আজ লাহোরে পৌঁছে গেছেন রিশাদ। দলটিতে আছেন বাংলাদেশের অন্য দুই তারকা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
রিশাদ শুরু থেকেই লাহোরের স্কোয়াডে ছিলেন, ম্যাচও খেলেছেন পাঁচটি। ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গত ৯ মে পিএসএল বন্ধ হলে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে আসেন তিনি। ১৭ মে আবার পিএসএল শুরু হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে রিশাদ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন।
বাংলাদেশের পরের সিরিজ পাকিস্তানের বিপক্ষে, লাহোরেই। শুরু হবে ২৮ মে। এই সিরিজের আগে শেষ হবে পিএসএলের খেলা। রিশাদের হাতে তাই সময় ও সুযোগ আছে। ৫ ম্যাচে দলটির হয়ে ৯ উইকেট নেওয়া লেগ স্পিনার তাই ফাইনালের আশা টিকিয়ে রাখার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন।
রিশাদের অনুপস্থিতির সময়ে সাকিব ও মিরাজকে দলভুক্ত করে লাহোর। সাকিব এরমধ্যে এক ম্যাচ খেলেছেন, মিরাজ আছেন পিএসএলে অভিষেকের অপেক্ষায়।