
জালিয়াতির দায়ে ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ মে ২০২৫, ২০:৩৩
অনিয়ম–জালিয়াতির সম্পৃক্ততার দায়ে বেসরকারি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়েছে। গত ৬ এপ্রিল তাকে তিন মাসের জন্য বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পর্ষদ।
বুধবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি ইসলামী ব্যাংকের অডিট হয়েছে। সেখানে বিভিন্ন অনিয়ম–জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই অপরাধে ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দিয়েছে বলে তিনি জানান।