You have reached your daily news limit

Please log in to continue


আবারও ফিরছে ‘শক্তিমান’, নতুন রূপে মুকেশ খান্না

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘শক্তিমান’। যেখানে মুকেশ খান্নার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। সুপারহিট এই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠেছিল সব প্রজন্মের কাছেই। এবার একেবারে নতুনভাবে ফিরে আসছে জনপ্রিয় এই অনুষ্ঠান। যেখানে মুকেশকে দেখা যাবে ‘শক্তিমান’-এর ভূমিকায়। পকেট এফএম-এর নতুন অডিও সিরিজ ‘শক্তিমান’-এ কণ্ঠ দেবেন তিনি।

মুকেশের কথায়, ‘শুধুমাত্র টেলিভিশন সিরিজই ছিল না ‘শক্তিমান’। এটি এমন একটি অনুষ্ঠান যা লাখ লাখ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই পকেট এফএম-এর ভারতজুড়ে বিশাল প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আমি মুখিয়ে।’

মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগে হচ্ছে এই অনুষ্ঠান। সিরিজটি নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে নতুন গল্প বলবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যারা সুপারহিরো শক্তিমানকে দেখেছেন, তাদের যেমন ভালো লাগবে, তেমনই নতুন প্রজন্মের জন্যও খুব বিশেষ এই উপহার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছিলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি। ১৯৯৭ সালে শুরু করেছিলাম এবং ২০০৫ সাল পর্যন্ত চলেছে। আমার মনে হয় আমার কাজ ২০২৭ সালের মধ্যে জনসাধারণের কাছে পৌঁছানো উচিত। কারণ, আজকের প্রজন্ম অন্ধভাবে দৌড়াচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন